ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ এর সাথে ৯০ দিনের লাইসেন্স ফ্রি Kaspersky Internet Security

ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি


ক্যাসপারস্কি তাদের ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ এর টেকনোলজি প্রিভিউ (বিটা) অবমুক্ত করেছে। পরীৰামূলক নতুন এই সংস্করণের সাথে দিচ্ছে ৯০ দিনের ট্রায়াল লাইসেন্স

ফলে যে কেউ ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ ইনস্টল করে ৯০ দিন ব্যবহার করতে পারবেন। সাধারণত ট্রায়াল সংষ্করণ ৩০ দিনের হয়। ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩  ডাউনলোড করা যাবে।

এন্টিভাইরাসটি ইনস্টল করে ট্রায়াল সক্রিয় করলেই ৯০ দিনের লাইসেন্স পাওয়া যাবে।

খুর শিগগিরই পূর্ণ সংস্করণ অবমুক্ত করবে ক্যাসপারস্কি।


ডাউনলোড
https://www.kaspersky.com/downloads/thank-you/internet-security-free-trial

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন