ডাউনলোড ব্রাউজার স্পিড বাড়িয়ে নিন ছোট একটি সফটওয়্যার এর সাহায্যে | TCP Optimizer

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই খুব ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে ছোট এবং কার্যকরী ফ্রীওয়্যার শেয়ার করছি। নামঃ টিসিপি অপ্টিমাইযার। এর সাইজ মাত্র ২৬৭.৩৮ কিলোবাইট।  আশা করি ডাউনলোড করতে সমস্যা হবে না। আর এটি আপলোড করেছি মিডিয়াফায়ার -এ। তো দেরি না করে তাড়াতাড়ি সফটটি ডাউনলোড করে নিন, কোন ইন্সটলেসন লাগে না। আসলেই খুব-ই উপকারি সফটওয়্যার এটি। এর সাহায্যে খুব সহজেই ইন্টারনেট কানেকশন অপ্টিমাইয করে ডাউনলোড, আপলোড স্পিড দুটোই বাড়ানো সম্ভব।
  • প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটটি ডাউনলোড করে নিন।
  • ক্লিক করুন
    • তারপর ফাইলটি Winrar এর সাহায্যে এক্সট্র্যাক্ট করুন। এতে “TCPOptimizer.exe” নামে একটি সফট পাবেন। এবার সেটি কপি করে আপনার হার্ডড্রাইভ এর যেকোনো ডিস্ক এ রাখুন।
    • এবার সফটটিতে ডাবল ক্লিক করুন, নিচের মত উইন্ডো আসবেঃ
    ডাউনলোড স্পিড বাড়িয়ে নিন
    • এবার আপনার নেটওয়ার্ক অ্যাডাপটার, কানেকশন স্পীড সিলেক্ট করে নিচের “Chosse Settings:” অপশন থেকে অপ্টিমাল সিলেক্ট করুন। তারপর অ্যাপ্লাই করুন। রিস্টার্ট যদি চায় রিস্টার্ট করুন।
    • দেখবেন আপনার ব্রাউজার এর ডাউনলোড, আপলোড স্পিড বেড়ে গেছে।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন