তিন প্রযুক্তি প্রতিষ্ঠন পল,মাইক্রোসফট ও গুগল অপরের তবে ইন্টারনেট ব্রাউজিং সেবা আরও উন্নত করতে একত্রে কাজ করবে বলে জানিয়েছে তারা। গুগল ক্রোম, অ্যাপল সাফারি, মাইক্রোসফট এজ এবং মোজিলা ফায়ারফক্সে যেসব টিম কাজ করছে, তারা তাদের ব্রাউজার এক্সটেনশনের উন্নয়ন এক্সটেনশন মূলত ব্রাউজারের এড অনস।
এগুলো ডাউনলোডের মাধ্যমে সামগ্রিকভাবে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা পরিবর্তন করা যায়। এ তিনটি প্রতিষ্ঠন তারা সম্মিলিতভাবে অনলাইনে ওয়োএক্সটেনশনস নামের একটি কমিউনিটি গ্রুপ খুলেছে, যেখানে ইঞ্জিনিয়াররা আরও বেশি কার্যকর ও নিরাপদ এক্সটেনশন তৈরিতে কাজ করতে পারবেন।
কমিউনিটি গ্রুপের এক বার্তায় বলা হয়, or for many years আরও উে র্তমর্তম, সেস রয়েছে সেস নিজস্ যেখান থেকে ব্যবহারকারীরা পছন্দ অনুযায়ী এক্সটেনশন ডাউনলোড করতে পারেন তবে এ চুক্তির ফলে কারো বা ্যক্তিগতার্যক্রমে বাধার সৃষ্টি হবে না বলে জানা গেছে। ব্রাউজার তাদের নিজস্ব নীতিমালা অনুসরণ করে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।
তিনটি প্রতিষ্ঠানের একত্রে কাজ করার পেছনে প্রযুক্তি সংশ্লিষ্টরা কিছু কারণ খুঁজে পেয়েছেন। প্রথমত, ডেভেলপাররা যেন সহজে এক্সটেনশন তৈরি করতে পারেন। According to কার্যাবলি, এ এবং অনুমতি গ্রুমতিের বিষয় একই রকম থাকবে।এছাড়া এসব প্রতিষ্ঠান এক্সটেনশনের জন্য আলাদা ডিজাইন তৈরি করবে। যেটি ওই এক্সটেনশনকে আরও নির পদ পদ পদ নির নির নির নির নির নির নির ওই ওই ওই তবে প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত এ প্রয়াস কবে নাগাদ গ্রাহক পর্যায়ে পৌছবে, সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি.