যারা আমার মতো উইন্ডোজ ৭ ব্যবহার করেন তারা হয়তো একটি বিষয় খেয়াল করে
দেখেছেন যে একবার উইন্ডোজ দেবার ৩০ দিন পর সেটি এক্সপায়ার হয়ে যায় এবং
পরবর্তীতে আপনার স্ক্রিনের ঠিক ডান পাশের নিচে একটি এমন ম্যাসেজ শো করে
“The copy of Windows is not genuine”
তো এখন কথা হল কিভাবে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন? চলুন দেখি-
শুরুতে উইন্ডোজ মেনুর সার্চ অপশনে যাবেন, এবার টাইপ করবেন “cmd” এবং রান এস এডমিনিস্ট্রেটর করবেন।
এবার ওখানে টাইপ করুন “SLMGR -REARM” এবং এন্টার প্রেস করন।
এবার ম্যানুয়ালি আপনার পিসি রি-স্টার্ট করুন আর দেখুন ম্যাজিক।
পোস্ট টি যদি আপনার ভালো লেগে থেকে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন।
শুরুতে উইন্ডোজ মেনুর সার্চ অপশনে যাবেন, এবার টাইপ করবেন “cmd” এবং রান এস এডমিনিস্ট্রেটর করবেন।
এবার ওখানে টাইপ করুন “SLMGR -REARM” এবং এন্টার প্রেস করন।
এবার ম্যানুয়ালি আপনার পিসি রি-স্টার্ট করুন আর দেখুন ম্যাজিক।
পোস্ট টি যদি আপনার ভালো লেগে থেকে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন।