আমরা অনেকেই বিভিন্ন মডেমের সংযোগ নিয়ে নেট ব্যবহার করে থাকি। এর মধ্য
ডায়াল অআপ কিংবা ব্রডব্যান্ড সংযোগ নিয়ে নেট কানেক্ট করে থাকি। কিন্তু
সবাই একটি সমস্যাতে পরেন তা হল ইন্টারনেট অটো ডিসকানেকট হয়ে যাওয়া ।
দেখা গেল ডাউনলোড দিয়ে রেখেছেন , কিছুক্ষণ পর এসে দেখলেন নেট ডিসকানেকট হয়ে আছে । অথবা রাতে ঘুমানের আগে ডাউনলোড দিয়ে ঘুমিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে দেখলেন কিছুই ডাউনলোড হয় নি । মেজাজটা কেমন লাগে? প্রায় প্রতিনয়তই সকালে ঘুম থেকে উঠার পর আমার এই অবস্থাই হত। মূলত ব্রডব্র্যান্ড-এ এই সমস্যাটা বেশি হয় । সুতরাং ব্যবহারকারীদের অসুবিধার কারন হিসাবে অআজকের এই পোস্ট ।
আজকে আপনাদের যে সফটওয়্যার টা দিব তা নেট ডিসকানেকট হয়ে গেলে অটো রিকানেকট করে দিবে । এটা ব্রডব্র্যান্ড-এ সবচেয়ে ভাল কাজ করে ।
সফটওয়্যারটি ইনস্টল করতে নিচের লিংকটি অনুসরন করুন মাত্র ৩৫০ কেবি সাইজের ফাইল।
আশা উক্ত
ইউটিলিটি ব্রডব্যান্ড ব্যবহারকারীদের কাজে আসবে। এখানে ব্রডব্যান্ড হিসাবে
যারা বাংলা লায়ন, কিউবি এবং বিটিসিএল সংযোগ ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও
এই সুবিধাটি প্রযোজ্য।