সালাম জানিয়ে শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন।বর্তমান সময়ে
মোবাইল হল একটি অতি প্রয়োজনীয় জিনিষ এটির ভালো এবং খারাপ ইফেক্ট দুটোই আছে
তবে সর্বদিক দিয়ে বিবেচনা করে এর উপকারিতাই বেশি তাই এটির এত কদর তাই না?।
হ্যা তাই তবে এমন পরিস্থিতির শিকার যাদি আপনি হন তা হলে কেমন হবে?। ধরুন
জরুরি একটি কল এসেছে ঠিক তখনই আপনার মোবাইল এ চার্জ না থাকার কারণে সেটি
বন্ধ হয়ে গেল, তাহলে আপনার মাথার অবস্থা কেমন হবে?।
হ্যা খুব রাগ হবে তা
আমি জানি তাই আজ আপনাদের জন্য একটি সফটওয়ার নিয়ে আসলাম
নকিয়ার নির্দিষ্ট মডেলের কিছু হ্যান্ডসেটের জন্য ব্যাটারি পাওয়ার সেভ
করে রাখার সফটওয়্যার পাওয়া যায়। ‘অ্যাডভান্স ব্যাটারি সেভার’ তেমনি একটি।
সফটওয়ারটি জরুরি মুহূর্তের কলের জন্য কিছু শক্তি সঞ্চয় করে রাখে।
সফটওয়্যারটি ফ্রি, তাই এটি ব্যবহার করার জন্য কোনো টাকাও খরচ করতে হয় না।
সফটওয়্যারটি পাওয়া যাচ্ছে মোবাইল ওয়েবসাইট ‘অভি স্টোর’ থেকে। এটি জাভা এবং
সিমবিয়ান হ্যান্ডসেটে কাজ করে। জাভা এবং সিমবিয়ানের জন্য এর আলাদা সংস্করণ
রয়েছে।
এটি ৩০ শতাংশ পর্যন্ত ব্যাটারির শক্তি জমা করে রাখতে পারে, যা জরুরি মুহূর্তের জন্য কাজে দেয়।
যখনই মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, তখনই
স্বয়ংক্রিয়ভাবে এটি কাজ শুরু করে। সফটওয়্যারটি ইনস্টল করার পর সেটিংসে
গিয়েও একে সাজিয়ে নেওয়া যাবে। ধন্যবাদ সবাই কে।