সফটওয়্যারটি সঠিক নিয়মে আপনার কম্পিউটারে ইনস্টল করুন। এবার যে ওয়ার্ড ফাইলকে পিডিএফে রূপান্তর করতে চান, সেই ওয়ার্ড ফাইলটি ওপেন করুন। এবার File এ গিয়ে Print এ ক্লিক করুন অথবা কী-বোর্ডে Ctrl+P চাপুন। এবার যে Print উইন্ডো আসবে সেখানে Printer Name অপশনে doPDF নির্বাচন করে OK করুন। এবার যে উইন্ডো আসবে সেখানেও OK করুন।
তৈরি হয়ে গেল আপনার পিডিএফ ফাইল। এবার যে ফোল্ডারে আপনার ওয়ার্ড ফাইলটি আছে, ঠিক সেই ফোল্ডারেই পেয়ে যাবেন একই নামের পিডিএফ ফাইল।